'ভারতকে হারাতে প্রথম বল থেকেই ভালো খেলতে হবে'

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ভারতের মোকাবেলা করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ম্যাচে জিততে হলে ম্যাচের প্রথম বল থেকেই ভালো ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
ভারত নিজেদের মাটিতে যেকোনো দলের বিপক্ষেই অপ্রতিরোধ্য। তাছাড়া সাড়া বিশ্বেই তাদের ভালো খেলার রেকর্ড আছে। তাই এই ম্যাচের আগে ভারতে হালকা ভাবে নিচ্ছেন না মাহমুদউল্লাহ। তাদের বিপক্ষে শুরু থেকেই ভালো খেলার বিকল্প দেখছেন না বাংলাদেশ দলপতি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, 'গত কিছুদিন বাংলাদেশের ক্রিকেটে যা হয়েছে, সিরিজ হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ হবে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও দারুণ হবে। আগামীকাল ভারতকে হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তারা নিজেদের মাটিতে এবং সারা বিশ্বেই ভালো দল। প্রথম বল থেকেই আমাদের ভালো খেলতে হবে।'
ভারতের বোলিং আক্রমণকে সমীহ করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো বেশ কয়েকজন স্পিনার এবং পেসার আছে তাদের। এই কারণেই ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত। তাদের বিপক্ষে ভালো শুরুর পর মোমেন্টাম ধরে রাখতে পারলে জয় বাংলাদেশের হাতের মুঠোয় আসবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
মাহমুদউল্লাহর ভাষ্য, 'তাদের বোলিং আক্রমণ খুবই ভার্সেটাইল। তাদের বোলিং আক্রমণ খুব ভালো। তাদের ভালো কিছু স্পিনারের সঙ্গে ভালো ফাস্ট বোলার আছে। তারা টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো খেলে। আমরা প্রথম বল থেকে যদি ভালো খেলি এবং মোমেন্টামটা ধরে রাখতে পারি তাহলে এগিয়ে যেতে পারবো খেলায়।'