মন খুলে খেলার সুযোগ পাচ্ছেন আফিফরা

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কোনো ধরনের চাপ নেই, বাংলাদেশ দলের ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন মন খুলে খেলার। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে এমন ছাড় পেয়েই সফলতা মিলছে, জানিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।
ম্যাচের পরিস্থিতি বুঝে নিজের মতো খেলতে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ভারতের বিপক্ষে সেটাই অনুসরণ করছেন বাংলাদেশ দলের সবাই। যে যার সামর্থ্যের জায়গা থেকে দলকে সাহায্য করার কারণেই প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টি ফরম্যাটে হারিয়েছে বাংলাদেশ, মনে করছেন ২০ বছর বয়সী আফিফ।

দিল্লিতে মাত্র ১১ রান খরচায় এক উইকেট নেয়া আফিফ রাজকোটে সাংবাদিকদের বলেন, ‘কোচের ব্যাপার বলতে গেলে, উনি আমাদের সব সময়ই বলেন মন খুলে ক্রিকেট খেলতে। যে যেভাবে খেলতে পছন্দ করে তাকে, ওই স্বাধীনতাটা দেয়া হচ্ছে বিধায় এভাবে খেলতে পারছে।’
তারুণ্য নির্ভর দল নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলছে বাংলাদেশ। নাঈম শেখ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লবদের মতো তরুণরা কেউই চাপে নেই। কারণ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের কাছ থেকেও সঠিক পরামর্শ এবং সহায়তা পাচ্ছেন তাঁরা।
যা তাঁদেরকে বাড়তি অনুপ্রেরণা এবং সাহস যোগাচ্ছে, ‘আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছেন, তাঁরা তরুণদের অনে??? বেশি সহায়তা করছে। যে জিনিসটা আমাদের অনেক সাহায্য করছে চাপমুক্ত ক্রিকেট খেলতে। তাঁরা সব সময় সহায়তা করে যাচ্ছেন, আশা করি সামনেও কোনো সমস্যা হবে না।’ বলেন বাংলাদেশ হয়ে ৬ টি-টোয়েন্টি খেলা আফিফ।
সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ ভয়ডরহীন মানসিকতা নিয়েই পরের ম্যাচে নামছে, জানিয়েছেন আফিফ। সিরিজের ফলাফলে মনোযোগ দেয়ার পক্ষে নন দলের কেউই। নিজ নিজ জায়গা থেকে ভালো ক্রিকেট খেলাটাকেই প্রাধান্য দিচ্ছেন সকলে।
তরুণ আফিফের ভাষায়, ‘সিরিজ হারা বা জেতার বিষয়ে এখনই ভাবছি না। আমরা আমাদের কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করছি। আমরা সেরা পারফর্মটা করলে যা হওয়ার সেটা পরে হবে। সবার জায়গা থেকে সেরা পারফর্মটা করার চেষ্টা করব।’