দিবা-রাত্রির টেস্ট কখন শুরু, কখন শেষ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি ভারত সফরে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ২২-২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্ট। ভারতও প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে।
দিবা-রাত্রির এই ম্যাচের প্রথম সেশন শুরু হবে দুপুর দেড়টায়। চলবে সাড়ে তিনটা পর্যন্ত। সাড়ে তিনটা থেকে শুরু হবে মধ্যাহ্নভোজ বিরতি। শেষ হবে ৪টা ১০ মিনিটে। বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা। শেষ হবে ৬টা ১০ মিনিটে।

এরপর চা পানের বিরতিতে যাবেন ক্রিকেটাররা। এই বিরতি শেষ হবে সাড়ে ৬টায়। বিরতি শেষে তৃতীয় এবং শেষ সেশনের খেলা শুরু হয়ে চলবে সাড়ে ৮টা পর্যন্ত। এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে বিসিসিআই।
কলকাতায় দিবা-রাত্রির টেস্টে সোনার কয়েন দিয়ে টস করবেন দুই দলের অধিনায়ক মুমিনুল হক ও বিরাট কোহলি। এই ম্যাচের জন্য বিশেষ ডিজাইনের টিকিট ও সোনার কয়েনে টস করার জন্য বিসিসিআইয়ের অনুমোদন চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ শার্ট এবং টাই তৈরি করছে সিএবি। টেস্ট সিরিজের ট্রফি প্যারাট্রুপার দিয়ে নিচে নামানোর পরিকল্পনা করছেন তাঁরা। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ২২ নভেম্বর সিরিজের শেষ টেস্ট শুরু হবে।
দিবা-রাত্রির টেস্টের সময় সূচিঃ
প্রথম সেশন- দুপুর ১ঃ৩০ থেকে ৩ঃ৩০ পর্যন্ত
লাঞ্চ বিরতি- বিকাল ৩ঃ৩০ থেকে ৪ঃ১০ পর্যন্ত
দ্বিতীয় সেশন- বিকাল ৪ঃ১০ থেকে ৬ঃ১০ পর্যন্ত
চা বিরতি- সন্ধ্যা ৬ঃ১০ থেকে ৬ঃ৩০ পর্যন্ত
তৃতীয় ও শেষ সেশন- সন্ধ্যা ৬ঃ৩০ থেকে রাত ৮ঃ৩০ পর্যন্ত