আফিফের মনোযোগ ছিল ডট বলে

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে প্রথম টি-টিয়েন্টিতে মিতব্যয়ী বোলিং করে সবার নজর কেড়েছেন আফিফ হোসেন ধ্রুব। এই স্পিন বোলিং অলরাউন্ডার জানিয়েছেন, রোহিত শর্মার দলের বিপক্ষে ডট বলে নজর ছিল তাঁর।
নিজেকে শান্ত রাখতে প্রতিটি বলেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন আফিফ। সামনের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তরুণ এই অলরাউন্ডার। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন শেষে এ কথা জানিয়েছেন আফিফ।

এ প্রসঙ্গে আফিফ বলেন, 'আমি সবসময় চেষ্টা করি বল বাই বল কনসেন্ট্রেড করার। সামনের ম্যাচগুলোতেও প্রত্যেকটি বলে কনসেন্ট্রেড করার চেষ্টা করব। যেটা আমাকে শান্ত থাকতে সাহায্য করে। বোলিংয়ে সে রকম কোনো পরিকল্পনা ছিল না, শুধু ডট বল করার চেষ্টা করেছি।'
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ ওভার বোলিং করে মাত্র ১১ দেন আফিফ। সেই সঙ্গে শিভম দুবেকে দারুণ এক ফিরতি ক্যাচে আউট করে দারুণ নৈপুণ্য দেখান তিনি।
বল হাতে এমন নৈপুণ্যের পরও নিজেকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছেন তিনি। আফিফ বলেছেন, 'আমি একজন ব্যাটিং অলরাউন্ডার। শেষ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি। বোলিংয়ের সুযোগ এসেছে এখানে আমি পারফর্ম করার চেষ্টা করেছি। ব্যাটিংয়ের সুযোগ এলেও আমি চেষ্টা করব পারফর্ম করার।'