চার বছর পর বাঁহাতি স্পিনারবিহীন বাংলাদেশ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই কোনো বাঁহাতি স্পিনার। শেষবার বাঁহাতি স্পিনার ছাড়া বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল ২০১৫ সালে।
সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচে অবশ্য বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার থাকার কথা ছিল। স্কোয়াডে থাকা আরাফাত সানি খেলবেন- এমনটা এক রকম নিশ্চিতই ছিল।
কিন্তু শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে টিম ম্যানেজমেন্ট জুবায়ের হোসেন লিখনকে মাঠে নামায়। সেই ম্যাচের মধ্য দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হয় জুবায়েরের।
ফলে প্রথমবারের মতো বাঁহাতি স্পিনার ছাড়া মাঠে নামে বাংলাদেশ। এবার আবারও বাঁহাতি স্পিনার ছাড়া লড়াইয়ে নামল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় আছেন। কাকতালীয়ভাবে এবারও বাংলাদেশের স্কোয়াডে আছেন আরাফাত সানি। সঙ্গে আছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
যদিও এই দুজনের কারো ওপরই ভরসা করেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দলে তিন পেসারের সঙ্গে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের তিনজনই ডানহাতি স্পিনার।
