promotional_ad

২৩ রানের অপেক্ষায় মাহমুদউল্লাহ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ৩ নভেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচের আগে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।


সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ আর মাত্র ২৩ রান করতে পারলেই এক হাজার ৪০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এক হাজার ৩৭৭ রান সংগ্রহ করেছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। যেখানে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। 



promotional_ad

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। তাঁর আগে এক এবং দুই নম্বরে আছেন যথাক্রমে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৭৬ ম্যাচে এক হাজার ৫৬৭ রান সংগ্রহ করেছেন সাকিব। তাঁর রয়েছে ৯টি হাফ সেঞ্চুরি।


টি-টোয়েন্টিতে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান ওপেনার তামিম ইকবাল। একটি সেঞ্চুরি ছাড়াও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে। দুই নম্বরে থাকা তামিম ৭১ ম্যাচে এক হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন এই ফরম্যাটে। 


ভারতের বিপক্ষে অবশ্য সাকিব কিংবা তামিম কেউই খেলবেন না। জুয়াড়ির দেয়া প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাই ভারত সফরে তাঁর পরিবর্তে মাহমুদউল্লাহর কাঁধে অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে। আর পারিবারিক কারণে সফরটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball