শেহজাদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিতর্ক পিছুই ছাড়ছে না পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদের। এবার নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে বল টেম্পারিংয়ের অভিযোগ। দোষী সাব্যস্ত হলে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হতে পারে শেহজাদের।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ কায়েদ-ই আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাব এবং সিন্ধের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংসে ঘটেছে ঘটনাটি। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পরপরই মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার জামির হায়দার এবং মোহাম্মদ আসিফ লক্ষ্য করেন নতুন বলের বাজে অবস্থা। কিন্তু এতো দ্রুত বল খারাপ হওয়ার কোনো কারণ খুঁজে পাননি তাঁরা।

সঙ্গে সঙ্গে বল পরিবর্তন করা হয় এবং দুই দলকেই বিষয়টি অবগত করা হয়। ফিল্ডিংয়ে থাকা সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক শেহজাদকে অভিযুক্ত করা হয়। ম্যাচ রেফারি নাদিম আরশাদ তাঁকে ডেকে পাঠান এবং জবাবদিহি করেন শেহজাদ। শুক্রবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বি???ৃতিতে পিসিবি বলে, 'বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে মধ্য পাঞ্জাবের অধিনায়ক শেহজাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। শুক্রবার সিদ্ধান্ত আসবে।'
২০০৯ সালে পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হলেও থিতু হতে পারেননি আহমেদ শেহজাদ। বিভিন্ন সময় আচরণবিধি ভঙ্গ করে শাস্তি ভোগ করেন ডানহাতি এই ওপেনার। গত বছর পাকিস্তান কাপ চলাকালে নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ নিয়েছিলেন শেহজাদ।
ডোপ টেস্টে ধরা পড়ে চার মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তান দলে ফেরেন শেহজাদ। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী শেহজাদ।