ভিন্সের প্রথম হাফ সেঞ্চুরিতে জিতল ইংল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ ফাইনালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী দল। স্বাগতিকদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় ইয়ন মরগানরা।
নিউজল্যান্ডের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের স্বাদ দেন জেমস ভিন্স। ৩৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি, যেখানে ৭ চার, ২ ছক্কা মেরেছেন তিনি। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রথম হাফ সেঞ্চুরি।
রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ৩৭ রানে ওপেনার ডেভিড মালানের বিদায়ের পর তিনে নেমে দারুণ ব্যাটিংশৈলী দেখান ভিন্স।
ব্যাট হাতে রান পেয়েছেন আরেক ওপেনার জনি বেয়ারস্টোও। তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৮ বলে করেন ৩৫ রান। হাফ সেঞ্চুরি করে ভিন্স আউট হলেও দলের এক প্রান্ত ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক মরগান।

অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি, তাঁর সঙ্গে ১৪ রান নিয়ে উইকেটে ছিলেন স্যাম বিলিংস। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারেই জয় পায় সফরকারীরা। ইংল্যান্ডের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে সক্ষম হয় কিউই বোলাররা। তিনটি উইকেটই নিয়েছেন স্পিনার মিচেল স্যান্টনার।
ক্রাইস্টচার্চে এদিন টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় স্বাগতিকরা। শুরুতেই ধাক্কা খায় তারা, মাত্র দলীয় ৬ রানেই মার্টিন গাপটিলকে হারায় দল। ২ রান করা এই ডানহাতি ওপেনারের বিদায়ের কিছুক্ষণ বাদ ফেরেন আরেক ওপেনার কলিন মুনরো। ২০ বলে ২১ রান করেন তিনি।
চারে নামা কলিন ডি গ্র্যান্ডহোমও ছিলেন নিষ্প্রভ। ১৯ রান আসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে। তিনে নামা টিম সাইফার্ট এক প্রান্ত ধরে রাখার চেষ্টায় ছিলেন। অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ব্যর্থ হন তিনিও। ২৬ বলে ৩২ রান নিয়ে ফেরেন তিনি।
টেলর ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হলে শেষের দিকে ডার্ল মিচেল ১৭ বলের ৩০ রান নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্রিস জর্ডান। এ ছাড়া একটি করে উইকেট তুলে নেন আদিল রশিদ, অভিষেক হওয়া প্যাট ব্রাউন এবং স্যাম কারান।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ২০ ওভারে ১৫৩/৫ (টেলর ৪৪, সাইফার্ট ৩২; জর্ডান ২/২৮, রশিদ ১/৩১)।
ইংল্যান্ডঃ ১৮.৩ ওভারে ১৫৪/৩ (ভিন্স ৫৯, বেয়ারস্টো ৩২; স্যান্টনার ৩/২৩)।