promotional_ad

‘দূষিত’ দিল্লিতে বাংলাদেশ দল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ নভেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে অংশ নিতে এরই মধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। সেখানে বৃহস্পতিবার অনুশীলনও করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 


দিল্লিতে ম্যাচ আয়োজন নিয়ে এরই মধ্যে অবশ্য সমালোচনার মুখে পড়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কারণ বায়ু দূষণের কারণে দিল্লির বর্তমান আবহাওয়া আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। 



promotional_ad

দূষণের কারণে সেখানকার মানুষও রয়েছে যথেষ্ট ঝুঁকিতে। এ কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ করেন পরিবেশবিদরা। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি বিসিসিআইয়ের নতুন সভাপতি এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 


তাই ঝুঁকি নিয়েই দিল্লিতে খেলতে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। দিল্লির দূষণ ২০১৭ সালে এতটাই অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল যে, সেবার ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছিলেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। টেস্টে মাস্ক পড়ে খেলতে বাধ্য হন তাঁরা।   


বাংলাদেশের ক্রিকেটারদেরও একই অভিজ্ঞতা হতে যাচ্ছে। এখানে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ এবং ১০ নভেম্বর। দ্বিতীয় ম্যাচটি রাজকোট এবং শেষটি আয়োজিত হবে নাগপুরে। 



তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ইন্দোরে প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। যা দুই দলের জন্যই প্রথম অভিজ্ঞতা হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball