সাকিব আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরবেঃ শিশির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করেছেন সাকিবের সহধর্মিণী শিশির উম্মে আল হাসান। সাকিবের দুর্দিনে দেশবাসীর ভালোবাসা ও সমর্থন পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির লিখেন, 'কিংবদন্তিরা এক দিনেই গড়ে ওঠে না। তাদের অনেক বাধা বিপত্তির মধ্যে যেতে হয়। কঠিন সময় আসে। কিন্তু তারা সেটা দৃঢ় মনোবল দিয়ে মোকাবেলা করে। আমরা জানি সাকিব কতটা দৃঢ় মানসিকতার অধিকারী। সে আগের যেকোনো বারের চাইতে আরও শক্তভাবে ফিরে আসবে।

এটা কেবলই অনেক কিছুর শুরু। সে অনেক ইনজুরিতে ছিল। তারপরেও আমরা তাকে দেখেছি কীভাবে বিশ্বকাপে খেলেছে। এটা শুধুই সময়ের ব্যাপার। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন আমাদের দিয়েছেন তাতে আমরা অনুপ্রাণিত। সমগ্র জাতির এভাবেই এক থাকা উচিত।'
গত বছর তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কিছু জানাননি সাকিব। এ কারণে সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। শাস্তি মেনেও নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না সাকিব। এই নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর ২০১৯ থেকে শুরু হয়ে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রথম এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর সময়ে কোনো আইন ভঙ্গ করলে পরবর্তী এক বছরের নিষেধাজ্ঞাও বহাল থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় বছর ক্রিকেট খেলতে পারলেও আইসিসির দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মকান্ডে অংশ নিতে হবে তাকে। এ সময় একই ধরনের ভুল করলে পরের বছরও পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।