বিজয়ের জোড়া সেঞ্চুরির ম্যাচে খুলনার আফসোস

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। শেষ দিনে ঢাকা বিভাগের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৫৭ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ১১৯ রান করেছে ঢাকা বিভাগ। নির্ধারিত ওভারে আর তিন উইকেট নিতে পারলেই জিতে যেত খুলনা। আফসোস নিয়েই মাঠ ছেড়েছে আব্দুর রাজ্জাকের দল।
ম্যাচের শেষ ইনিংসে ঢাকার অধিনায়ক নাদিফ চৌধুরী করেন সর্বোচ্চ ৩৭ রান। ২৬ রানে অপরাজিত ছিলেন নাজমুল ইসলাম। এছাড়া উল্লেখ করার মতো রান করেননি কেউই। খুলনার হয়ে ৪৬ রান খরচায় পাঁচ উইকেট নেন মেহেদী হাসান। একটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও মইনুল ইসলাম।
এর আগে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে খুলনা দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৩০১ রান করে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে ১২৬ রান করা বিজয় এই ইনিংসে করেন হার না মানা ১৫১ রান।

ইমরান উজ্জামানের ব্যাটে এসেছে ৬৬ রান। ৬১ রান করে বিজয়ের সঙ্গে অপরাজিত থাকেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
বিজয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭১ রান করে খুলনা। জবাবে রনি তালুকদার, জয়রাজ শেখ, সাইফ হাসান ও রকিবুল হাসানের হাফ সেঞ্চুরিতে ৩১৬ রান করে ঢাকা বিভাগ।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ ৩৭১/১০ (১১১.১ ওভার) (বিজয় ১২৬, তুষার ৫৫, মিঠুন ৪৫; তাইবুর ৩/৪১)
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৬/১০ (১১০ ওভার) (রনি ৭৩, সাইফ ৭২, রকিবুল ৫৬, জয়রাজ ৫১; মেহেদী ৪/৯২)
খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৩০১/৩ (৭৭ ওভার) (বিজয় ১৫১*, সোহান ৬১*; অপু ২/১০৫)
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১১৯/৭ (৫৭ ওভার) (নাদিফ ৩৭, নাজমুল ২৬*; মেহেদী ৫/৪৬)