প্রস্তুতি কেমন হল মাহমুদউল্লাহ-মুস্তাফিজদের

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারতে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের (২৮ অক্টোবর) ম্যাচটিতে নাজমুল হোসেন শান্তের সবুজ দলকে ১১ রানে হারিয়েছে সৌম্য সরকারের লাল দল।
ইমরুল কায়েসদের সবুজ দলের বিপক্ষে লাল দল নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ছয় উইকেটে ১৪১ রান। আটটি চার ও দুটি ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৫১ বলে ৮১ রান। এ ছাড়া আফিফ হোসেন করেন ২৭ বলে ২৮ রান। সবুজ দলের হয়ে এবাদত হোসেন পেয়েছেন তিন উইকেট।

জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩০ রান করে সবুজ দল। লাল দলের হয়ে ??োলিংয়ের প্রস্তুতিটা ভালোমতোই সেরে নিলেন মুস্তাফিজ-আফিফরা।
মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, আবু হায়দার রনি- প্রত্যেকেই নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন নাঈম ইসলাম।
সবুজ দলের হয়ে ২৮ বলে ৩৪ রান করেন অধিনায়ক শান্ত। ৩১ বলে ৩২ রান করেন ইমরুল কায়েস। ইয়াসির আলী চৌধুরী রাব্বির ব্যাটে আসে ১৮ বলে ২১ রান।
প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য সবুজ দলের বিপক্ষে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে লাল দল। সবুজ দলের ছুঁড়ে দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৪ রানেই গুঁটিয়ে যায় লাল দল।
এদিকে এই দুটি ম্যাচের একটিতেও অংশ নেননি বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।