তৃতীয় দিন সমান তালে লড়লেন সাইফ-বিজয়রা

ছবি: ছবিঃ- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে তৃতীয় দিন সমানে সমানে লড়াই চালিয়েছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। ম্যাচের শেষ দিনের আগে ২০০ রানের লিড পেয়েছে খুলনা। দ্বিতীয় ইনিংসে দলটি করেছে দুই উইকেটে ১৪৫ রান।
হাফ সেঞ্চুরি পূর্ণ করে উইকেটে আছেন এনামুল হক বিজয় (৬১*) এবং তুশার ইমরান (১৬*)। ইনিংস উদ্বোধন করতে নেমে রবিউল ইসলাম রবি শুন্য রানে ফিরেছেন। ৬৬ রান করেছেন তিন নম্বরে নামা ইমরান উজ্জামান।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে চলমান এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৩১৬ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। সাইফ হাসানের ব্যাটে এসেছে ৭২ রান।
অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল করেন ৫৬ রান। এ ছাড়া তাইবুর রহমান ৩১ ও অধিনায়ক নাদিফ চৌধুরী করেন ১৯ রান। খুলনার হয়ে চারটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।
অধিনায়ক আব্দুর রাজ্জাক নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন রুবেল হোসেন, আব্দুল হালিম এবং মইনুল ইসলাম।

এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭১ রান করে খুলনা বিভাগ। ইতোমধ্যেই ২০০ রানের লিড পেয়েছে খুলনা। ম্যাচের বাকি আছে একদিন। বোলারদের বিশেষ কোনও পারফরম্যান্স না হলে অনুমেয়ভাবেই ম্যাচটি ড্র হতে চলেছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ ৩৭১/১০ (১১১.১ ওভার)
(বিজয় ১২৬, তুষার ৫৫, মিঠুন ৪৫; তাইবুর ৩/৪১)
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৬/১০ (১১০ ওভার)
(রনি ৭৩, সাইফ ৭২, রকিবুল ৫৬, জয়রাজ ৫১; মেহেদী ৪/৯২)
খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১৪৫/২ (৪৪ ওভার)
(ইমরান উজ্জামান ৬৬, বিজয় ৬১*; সালাউদ্দিন ১/১৭)