promotional_ad

খুলনার বিপক্ষে সমানতালে লড়ছেন রনি-সাইফরা

ছবিঃ ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে করেছে দুই উইকেটে ২০৬ রান। এর আগে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ঢাকা বিভাগের বিপক্ষে ৩৭১ রানের বড় সংগ্রহ পায় খুলনা বিভাগ। খুলনা থেকে ঢাকা পিছিয়ে আছে ১৬৫ রানে।


জাতীয় দলের প্রথম দুই রাউন্ডের মতো তৃতীয় রাউন্ডেও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা বিভাগের ওপেনার রনি তালুকদার। উইকেটরক্ষক ব্যাটসম্যান জয়রাজ শেখের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলেছেন তিনি।


কিন্তু আগের দুটি ইনিংসের মতো এই ইনিংসও বড় করতে পারেননি রনি। ব্যক্তিগত ৭৩ রানে মনিরুল ইসলামের বলে ফিরে যান তিনি। তাঁর আগেই অবশ্য ফিরে যান জয়রাজ শেখ। ব্যক্তিগত ৫১ রানে রুবেল হোসেনের বলে ফিরে যান তিনি।



promotional_ad

এরপর সাইফ হাসান এবং রকিবুল হাসান নিরাপদেই দিন শেষ করেছেন। চলতি জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি হাঁকানো সাইফ আছেন ৪১ রানে। তাঁর সঙ্গী ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল আছেন ৩৮ রানে।


এদিকে ভারত সফর উপলক্ষে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চলমান ম্যাচ ছেড়ে খুলনা বিভাগ থেকে রওনা দিতে হয়েছে মোহাম্মদ মিঠুন এবং মেহেদী হাসান মিরাজকে। প্রথম দিনে ৩০ রানে মিরাজ অপরাজিত থাকলেও মিঠুনের মতো এই ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তাঁর।


আগের দিন স্বেচ্ছা অবসরে যাওয়া বিজয় এ দিনের শুরুর দিকেই ফিরেছেন। ১১২ রানের সঙ্গে আরও ১৪ রান যোগ করে শুভাগত হোমের শিকার হয়ে ফেরেন তিনি। ১২৬ রানের ইনিংসে ছিল দশটি চার ও পাঁচটি ছক্কা।


শেষদিকে অধিনায়ক আব্দুর রাজ্জাকের ৩২ ও রুবেল হোসেনের ২২ রানের সুবাদে বড় সংগ্রহ পায় খুলনা। ঢাকা বিভাগের হয়ে সুমন খান ও তাইবুর রহমান তিনটি করে উইকেট নেন।



সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ
৩৭১/১০ (১১১.১ ওভার)
(বিজয় ১২৬, তুষার ৫৫, মিঠুন ৪৫; তাইবুর ৩/৪১)
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ২০৬/২ (৬৩.৩ ওভার)
(রনি ৭৩, জয়রাজ ৫১; মইনুল ১/৩৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball