সালমাদের সমতায় ফেরার লড়াই

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সোমবার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।
লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে রুমানা আহমেদের হাফসেঞ্চুরির পরও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।
এর ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সালমা খাতুনের দল। শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার খেললেও ১১২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ এবং ৪ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াডঃ
সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেট রক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি (উইকেট রক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, এক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা তুল-কুবরা, ফারজানা হক পিঙ্কি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আখতার মেঘলা।
স্ট্যান্ডবাইঃ
নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনী আখতার, জিন্নাত আয়েশা অর্থি, সাবিনকুন নাহার জেসমিন, হ্যাপি আলম।