রাজিথার অস্বস্তির বিশ্বরেকর্ড

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন কাসুন রাজিথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান খরচা করেছেন তিনি। আর তাতেই লজ্জার রেকর্ডে নাম উঠে গেছে লঙ্কান এই পেসারের।
১৮তম ওভারে নিজের বোলিং কোটা পূরণ করতে এসেছিলেন রাজিথা। শেষ বলে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল হেলিকপ্টার শটে সীমানার বাইরে আছড়ে ফেলেন। আর তাতেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখান রাজিথা।

লঙ্কান এই পেসার সাতটি চার ও ছয়টি ছক্কা হজম করেছেন। কোনো উইকেটই পাননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভার করেন রাজিথা। প্রথম ওভারে ১১ রান খরচ করেন তিনি।
পঞ্চম ওভারে বোলিংয়ে ফিরে রাজিথা দেন ২১ রান। সেই ওভারে দুটি চার এবং এক ছক্কায় রাজিথার ওপর ঝড় বইয়ে দেন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। এরপর দশম ওভারে তৃতীয় ওভার করতে এসে ওয়ার্নার-ফিঞ্চের তোপের মুখে পড়েন রাজিথা।
সেই ওভারে ৩টি ছয় এবং একটি চারে ২৫ রান তুলে নেন অস্ট্রেলিয়ার এই দুই ওপেনার। ইনিংসের ১৮তম ওভারে বোলিং কোটা পূরণ করতে এসে ১৮ রান দিয়ে খরুচে বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েন এই পেসার।
গত আগস্টেই তুরস্কের পেসার তুনাহান তুরান চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন। এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন রাজিথা।