promotional_ad

এখন আর ব্যাড বয় নন আল আমিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ক্রিকেটে ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন আল-আমিন হোসেন। নেতিবাচক ইমেজ এবং বাজে ফর্ম; এ দুটি কারণে প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।


আল-আমিন জানিয়েছেন, এখন আর ব্যাড বয় নন তিনি। দলের বাইরে থাকায় নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন তিনি। ভুল থেকে শিক্ষাও নিয়েছেন এই পেসার। এবার নতুনভাবে শুরু করতে চান তিনি। কোনোভাবেই আগের ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না আল আমিন।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো সাড়ে তিন বছর আগে ছিল। এটা ব্যাড ইমেজ কিংবা নিয়মশৃঙ্খলা বলেন, সবকিছু মিলিয়ে দলের বাইরে ছিলাম। দলের বাইরে থাকলে নিজের সমস্যাগুলো থেকে শিক্ষা পাওয়া যায়। চেষ্টা করেছি সাড়ে তিন বছরে অনেক কিছু শেখার। যে ভুলগুলো অতীতে হয়েছে, ক্রিকেটের বাইরে আগে সেগুলো আর হবে না।’


শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৫ বিশ্বকাপের মাঝপথে আল-আমিনকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। পরে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে নিয়ম ভেঙে টিম হোটেলে রাত ১০টার পর ফিরেছিলেন তিনি।


এই ঘটনার জেরে লম্বা সময় আল-আমিনকে দলের বাইরে থাকতে হয়। এরপর দলে ফিরলেও থিতু হতে পারেননি তিনি। ২০১৬ বিপিএলে আবারও তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে।



বিপিএলের চট্টগ্রাম পর্বে টিম হোটেলে তাঁকে নারী সঙ্গীর সঙ্গে দেখা গিয়েছিল। এর ফলে ফ্র্যাঞ্জাইজির সঙ্গে তাঁর চুক্তির অর্ধেক (১৩ লাখ) পরিমাণ অর্থ জরিমানা করা হয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball