সাকিব-প্রান্তিকদের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বরিশালের শহীদ আব্দুর রব স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শনিবার। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। এর ফলে শহীদ আব্দুর রব স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। শনিবার সকালে ম্যাচ অফিশিয়াল এবং দুই দলের কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেন।
ম্যাচ রেফারি সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আবহাওয়া এবং মাঠের অবস্থার উন্নতি হলে রবিবার শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যুব দলের প্রথম চারদিনের ম্যাচটি।

আগামী ২৯ অক্টোবর শেষ হবে দুই দলের এই ম্যাচ। ২-৫ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যুব দল।
একই ভেন্যুতে আগামী ৯ এবং ১১ নভেম্বর প্রথম দুই ওয়ানডে খেলবে দল দুটি। এরপর শেষ তিনটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ১৪, ১৭ এবং ১৯ নভেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রিতম কুমার, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, এসএম মেহেরব হোসেন, মিনহাজুর রহমান মোহান্না, নাইমুর রহমান নয়ন, শহিদুল ইসলাম প্রামানিক, আশরাফুল ইসলাম সিয়াম, মো. আব্দুল্লাহ হিল গালিব, মোহাম্মদ শাহিন আলম, নোমান চৌধুরী।
স্ট্যান্ড বাই: অনিক সরকার, মো. মেহেদি হাসান, আশিকুর রহমান নাবিল, আব্দুল্লাহ আল মামুন, আইচ মোল্লা।