সাকিবের ব্যাপারে কী বললেন বিসিবির প্রধান নির্বাহী

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২৩ অক্টোবর চুক্তি করেছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবেন না।
সাকিবের এই চুক্তি তাই বিসিবির নিয়মের বাইরে। এই চুক্তির আগে বিসিবির কাছ থেকে সাকিব কোনো অনুমতি নেননি। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমাদের রেকর্ড বলছে সাকিব আমাদের কিছুই জানায়নি। তাই এ ব্যাপারে করণীয় সবকিছুর ব্যবস্থা আমরা নিবো। এর বেশি আপাতত আর কিছু বলার নেই।'
লাইফবয়ের আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবে ছিল টেলিকম কোম্পানি রবি। সেই সময় অন্য টেলিকমের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি থাকায় মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বিসিবি।
এর ফলে সেই সময় টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করার আগে বোর্ডের অনুমতি বাধ্যতামূলক করে বিসিবি। এবার সেই নিয়ম অমান্য করেই গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এর ফলে তাঁকে কারন দর্শানোর নোটিশ পাঠাবে বিসিবি।