promotional_ad

ভারত সফরে যাওয়া হচ্ছে না তামিমের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ভারত সফরে যাচ্ছেন না তামিম ইকবাল। ভারত সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। শনিবার একটি বিজ্ঞপিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


পারিবারিক কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ এই ওপেনারের আবেদন মঞ্জুর করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।


মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দুই-তিন দিনের মধ্যেই ব্যাংককে পাড়ি জমাবেন তামিম। এ কারণে  দুই থেকে তিন সপ্তাহ পুরোপুরি ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে।



promotional_ad

এ কারণেই ভারত সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন দেশ সেরা এই ওপেনার। তামিমের অনুপস্থিতিতে স্কোয়াডে সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস বলে জানা গেছে।


এই নিয়ে টানা দুটি সিরিজে বাংলাদেশের হয়ে খেলা হচ্ছে না তামিমের। গত মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। 


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য তামিমের ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলতে চাননি। পারিবারিক কারণ হওয়ায় এই বিষয়ে বিসিবির অনাপত্তি নেই বলে জানান তিনি।


এই প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, 'আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করছিলাম, এখনই নিশ্চিত করে কিছু বলছি না। তবে পারিবারিক কারণ কিছু থাকলে তো আসলে আর করার কিছু নেই। সেটি আমাদেরকে বিবেচনা করতেই হবে।'



আগামী মাসে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে শুক্রবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball