জাহানারার তাণ্ডবে নাগালেই পাকিস্তান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী দলকে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম একাই ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেননি।
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন জাহানারা। তিনি পাকিস্তানি ওপেনার সিদরা আমিনকে ব্যক্তিগত ৪ রানে বোল্ড করে সাজঘরে ফেরান।

এরপর আরেক ওপেনার জাভেরিয়া খানকেও নিজের শিকার বানিয়েছেন এই পেসার। তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করে বিপর্যয় সামাল দেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ এবং ওমাইমা সোহেল।
মারুফ ৩৪ রান করে লতা মন্ডলের বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে। ওমাইমা ফিরেছেন ৩৩ রান করে রুমানা আহমেদের শিকার হয়ে। আলিয়া রিয়াজ আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
এরপর শেষ দিকে ইরাম জাভেদ ২১ রান করে ফিরলে আর কেউ দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। সিদরা নওয়াজ ১৬ রান করে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন।
ডাইনা বেগ অপরাজিত ছিলেন ২ রান করে। বাংলাদেশের হয়ে ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন জাহানারা আলম। ১টি করে উইকেট পেয়েছেন লতা, রুমানা এবং পান্না ঘোষ।