মাঠে গড়াচ্ছে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তবে ক্রিকেটারদের আন্দোলনের ফলে দুই দিন পিছিয়ে নতুন সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২৬ অক্টোবর) তৃতীয় রাউন্ডে কক্সবাজার স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ। কক্সবাজারেই প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগ খেলবে খুলনা বিভাগের বিপক্ষে।

বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে খেলবে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো। দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে রাজশাহীতে মুখোমুখি হবে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
দুই রাউন্ড শেষে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা বিভাগ। প্রথম স্তরের চার দলের মধ্যে তারাই একমাত্র জয়ের দেখা পেয়েছে। ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ দুই ম্যাচেই ড্র করেছে। রাজশাহী একটি ম্যাচে হেরেছে।
দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বরিশাল বিভাগ। তারা একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে। এক জয় এবং এক হারে পয়েন্ট টেবিলের দুই নম্বরে সিলেট বিভাগ। দুই ম্যাচ ড্র করে তিন নম্বরে চট্টগ্রাম বিভাগ। আর এক হার এবং এক ড্রতে চার নম্বরে ঢাকা মেট্রো।