'ঘরে' ফেরার অপেক্ষায় স্মিথ

ছবি: ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে এবং টেস্ট দলে আগেই ফিরেছেন স্টিভেন স্মিথ। এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলেও ফিরেছেন তিনি। রবিবার (২৭ অক্টোবর) অ্যাডিলেড ওভালে শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিয়ে এক বছরের বিরতিতে আবারও ঘরের মাঠে খেলতে নামবেন স্মিথ।
অ্যাডিলেডে শুক্রবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে স্মিথ জানান, স্বাগতিক দর্শকদের সামনে আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত তিনি।

এ প্রসঙ্গে স্মিথ বলেন, 'রোববার অ্যাডিলেড ওভালে মাঠে নামা এবং অস্ট্রেলিয়ার হয়ে আবারও টি-টোয়েন্টি খেলাটা চমৎকার একটা ব্যাপার হবে....আমি বেশ নির্ভার, বেশ অনেকগুলো বল খেলেছি এবং সত্যিই ভালো অনুভব করছি। মাঠে নামার ব্যাপারে রোমাঞ্চিত এবং আশা করি একটা সফল গ্রীষ্মকালীন মৌসুম কাটাবো।'
২৭ অক্টোবর প্রথম টি-টোয়েন্টির পর ব্রিসবেনে আগামী ৩০ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে অজিরা।
গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃতি করায় এক বছর নিষিদ্ধ হন স্মিথ। নিষেধাজ্ঞা শেষে বিশ্বকাপে ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন তিনি। এরপর অ্যাশেজ দিয়ে তিনি টেস্ট ফরম্যাটে ফিরছেন।