সানির দলে ফেরার নেপথ্যে তিন বছরের পারফরম্যান্স

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করেই সাড়ে তিন বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন আরাফাত সানি। এই বাঁহাতি স্পিনার মনে করেন, তাঁর ভালো পারফরম্যান্সেই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।
জাতীয় দলে ডাক পেয়ে তিনি অবাক হয়েছিলেন সেটা স্বীকার করে নিয়েছেন সানি। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ দলের ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম দিনের প্রস্তুতি শেষে একথা জানিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

এ প্রসঙ্গে সানি বলেন, 'অবশ্যই সারপ্রাইজ ছিলাম। তবে আরেকটি জিনিস ঠিক ছিল যে গত তিন বছর কিন্তু ভালো ক্রিকেট খেলছিলাম। লক্ষ্য ছিল যে আমার সেরা পারফর্মটা করার, এর জন্য হয়তো আমাকে বিবেচনা করেছে।'
আগের দুই বছরের ধারাবাহিকতায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ আসরে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন সানি। এরপর এই পারফরম্যান্স অব্যাহত ছিল জাতীয় ক্রিকেট লিগেও।
৯ ম্যাচে ২৩ উইকেট নিয়ে জাতীয় লিগের গত আসরের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর তাইজুল ইসলাম এবং নাজমুল হোসেন অপুদের টপকে জাতীয় দলে ফিরেছেন সানি।