ইনজুরিতে উইলিয়ামসন, অধিনায়ক সাউদি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি।
নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও টেস্ট সিরিজে ফিরতে পারেন উইলিয়ামসন।
কোমরের নিচের অংশের ইনজুরির কারণেই মূলত ছিটকে গিয়েছেন উইলিয়ামসন। একই ইনজুরিতে চলতি বছরের মার্চ মাসেও (ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে) পড়েছিলেন তিনি।

নিয়মিত অধিনায়ককে না পেয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেন, 'গ্রীষ্মের শুরুতেই উইলিয়ামসনকে না পেয়ে আমাদের হতাশ হতে হলো। তবে ওকে না খেলানোটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত।
টিম সাউদিকে দলে পেয়ে আমরা ভাগ্যবান। এই অবস্থায় সে এগিয়ে যেতে পারে এবং দলকে নেতৃত্ব দিতে পারে।'
টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডে আছেন লকি ফার্গুসন। শেষ দুই ম্যাচে তাঁর বদলি হিসেবে দলে যোগ দেবেন ট্রেন্ট বোল্ট।
কয়েকমাস আগে শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালের পর এই প্রথম নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ টিম সাউদি (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কুগেলেজিন, ডার্ল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল সান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি, রস টেলর, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।