বিসিসিআই না থাকলে কী হবে আইসিসির ?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়ের একটি বড় অংশ আসে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছ থেকে।
বিসিসিআই যদি না থাকে, তাহলে আইসিসির কী অবস্থা হবে, সেটা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

সম্প্রতি বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির ??ধীনে দায়িত্ব পেয়েছেন ধুমাল। বিসিসিআই না থাকলে আইসিসি অস্তিত্ব সঙ্কটে ভুগবে বলে মনে করেন এই কর্মকর্তা।
ধুমাল বলেন, ‘আমরা কি কখনো ভেবে দেখেছি আইসিসির কর্মকান্ডে বিসিসিআইয়ের কিছু বলার থাকবে না? এটা কখনোই কল্পনা করা যায় না। বিসিসিআই ছাড়া আইসিসির কী হবে?’
নিজ দেশের ক্রিকেট বোর্ডের আয় বৃদ্ধির ব্যাপারেও নিজের লক্ষ্যের কথা জানান ধুমাল। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হলো বিসিসিআইয়ের আয় বৃদ্ধি করা। এখন যেটা হচ্ছে, সেটা হলো খরচ বেড়েছে কিন্তু আয় একই রকম রয়েছে। প্রশাসনিক এবং আইন সংক্রান্ত ব্যয় খতিয়ে দেখতে হবে।’
বর্তমানে ক্রিকেট বিশ্বে সবচাইতে ধনী এবং ক্ষমতাশীল বোর্ড বিসিসিআই। আইসিসির যেকোনো সিদ্ধান্তের পেছনে কলকাঠি তারাই নাড়ে।