promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী টেস্ট দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকলেও টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। 


১৫ সদস্যের স্কোয়াডে থাকছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মা  এবং মায়াঙ্ক আগারওয়াল। বাদ পড়েছেন মাত্র এক টেস্ট খেলা বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম এবং ফিরেছেন তারকা স্পিনার কুলদীপ যাদব।  



promotional_ad

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে ভারত। যেখানে কোহলি বিশ্রামে থাকায় অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ওপেনার রোহিত শর্মাকে। 


একই সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার শিভাম ডুবে, স্পিনার যুবেন্দ্র চাহাল এবং ডানহাতি পেসার শার্দুল ঠাকুর। সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। যদিও টেস্ট দলে রয়েছেন তিনি। 


আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৭ ও ১০ নভেম্বর। এরপর নভেম্বরর ইন্দোরে প্রথম টেস্ট খেলবে ভারত এবং বাংলাদেশ। 



ভারত টেস্ট স্কোয়াডঃ 


বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋশাভ পান্ত। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball