promotional_ad

ধর্মঘট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তারা ১৩ দাবির মধ্যে ৯টি দাবিই মেনে নিয়েছেন। এর ফলে ক্রিকেটারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।


এ ছাড়া ক্রিকেটারদের শেষ দুটি দাবির ব্যাপারে আলোচনা হয়নি এখনও। কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগের বিষয়টি বিসিবির হাতে নেই। তাই এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না তারা। 



promotional_ad

ক্রিকেটারদের ১১ নম্বর দাবি ছিল, দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা যাবে না, এমন নিয়ম তুলে নিতে হবে। বিসিবি জানিয়েছে, এটা খেলোয়াড়দের প্রয়োজন হলে ভেবে দেখবে বিসিবি।


আগামী ২৫ অক্টোবর থেকে ক্রিকেটারদের ভারত সিরিজের ক্যাম্প শুরু হচ্ছে। তাছাড়া বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরুর কথা থাকলেও তা শুরু হবে শনিবার।


বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় নিয়েছিলেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। এরপর রাতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা।



সেই বৈঠকেই দুই পক্ষ সম্মত হয়েছে। এর ফলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে ক্রিকেটারদের ১১ দফা দাবির প্রেক্ষিতে বুধবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। 


তাঁর সঙ্গে ছিলেন বোর্ডের অন্যতম পরিচালক, সাবেক অধিনায়ক নাঈমুর রহমান। আলোচনা করে বোর্ড সভাপতি ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বানেই সাড়া দিয়েছেন ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball