বৃষ্টির বাগড়ায় ইমার্জিং এশিয়া কাপের দুই ম্যাচ পণ্ড

ছবি: ছবিঃ এসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী দিনের দুটি ম্যাচ। এদিন দিনের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের।
অন্য ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। বৃষ্টির বাগড়ায় দুই ম্যাচেই টস অনুষ্ঠিত হতে পারেনি। দুটি ম্যাচই পরিত্যক্ত হওয়ায় প্রতিটি দলই একটি করে পয়েন্ট পেয়েছে।

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে বুধবার (২৩ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে থারস্তান গ্রাউন্ডে।
এদিন আরেক ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। এই ম্যাচের ভেন্যু আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম। দ্বিতীয় ম্যাচের পর তিনটি দলই একদিনের বিরতি পাচ্ছে।
২৫ অক্টোবর দলগুলো গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। থারস্তান গ্রাউন্ডে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ২৭ অক্টোবর আর প্রেমাদাসায় অনুষ্ঠিত হবে।