promotional_ad

দাবি মেনে নেব, তাই আসেনিঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


১১ দফা দাবিতে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এই দাবি ক্রিকেটাররা সরাসরি জানালেই পূরণ হয়ে যেত। এরই পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বিসিবি। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। 



promotional_ad

ক্রিকেটাররা দাবি পূরণের লক্ষ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করতে চায় না বলেই ধারণা নাজমুল হাসানের। এই ধর্মঘট করে দেশের ক্রিকেটের কি উন্নতি হবে সেটাই আন্দোলনরত ক্রিকেটারদের জিজ্ঞেস করতে চান বিসিবি সভাপতি।


এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তো মেনে (দাবি) নিতে প্রস্তুত। এ বিষয়গুলো বলল না কেন। বললে তো আমরা মেনে নেব, তাই।’ 


খেলোয়াড়রা আগেই জানিয়েছেন, এ সকল দাবি-দাওয়া নিয়ে এর আগেও বার বার বোর্ডের কাছে গিয়েছেন তারা। বিশেষ করে প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট বন্ধের দাবি তাদের দীর্ঘদিনের। বেতন ভাতা, দৈনিক খরচ বৃদ্ধি ও বকেয়া পাওনা আদায়ের জন্যও গিয়েছেন অনেকবার। বোর্ড তাদের আশ্বাস দিলেও তা পরবর্তীতে পূরণ করেনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball