ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে চান পাপন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন তারা। হঠাৎ ক্রিকেটারদের খেলা বন্ধ করে দেয়াকে চক্রান্ত মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতির ধারণা জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এর নেপথ্যে থাকা প্রত্যেককে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমাদের না জানিয়ে হঠাৎ খেলা বন্ধ করে দেয়া একটা চক্রান্ত। জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। কারা এর সঙ্গে জড়িত আমরা তা জানি। তাদের খুঁজে বের করা হবে। আমার মতে, দুই-একজন ক্রিকেটার এতে নেতৃত্ব দিচ্ছে। বাকিরা না বুঝে আন্দোলনে যোগ দিয়েছেন।’
ক্রিকেটারদের এই আন্দোলনের ফলে বিশ্বে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি। মঙ্গলবার ডাকা জরুরি সংবাদ সম্মেলনে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়েও কথা বলতে হয়েছে তাঁকে।
নাজমুল হাসানের ভাষ্য, ‘আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হার প্রত্যাশা ছিল না। ক্রিকেটে ফিক্সিং হয়েও থাকতে পারে। শিগগিরই ম্যাচ পাতানোর গোমর ফাঁস করা হবে। আগামী ২৫ অক্টোবর থেকে ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এতে ক্রিকেটাররা না এলে বিসিবির করার কিছু নেই। প্রয়োজনে অন্য পথে হাঁটব আমরা।’