promotional_ad

ধবল ধোলাইয়ের লজ্জায় দক্ষিণ আফ্রিকা

বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে অনুষ্ঠিত শেষ টেস্ট জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর সুযোগ ছিল ফাফ ডু প্লেসির দলের। কিন্তু এই ম্যাচে আরো বিবর্ণ রুপে দেখা গেছে প্রোটিয়াদের। বিরাট কোহলিদের কাছে ইনিংস এবং ২০২ রানের ব্যবধানে হেরেছে তারা।


রাঁচি টেস্টের চতুর্থ দিন ৮ উইকেটে ১৩২ রান নিয়ে খেলা শুরু করে ফলো অনে পড়া দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করেই গুটিয়ে যায় তারা। নবম উইকেট হিসেবে থিউনিস ডি ব্রুইনের উইকেটটি তুলে নেন বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। ওপেনার ডিন এলগার আহত থাকায় ১৩৩ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 


দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ডি ব্রুইন। এছাড়াও জর্জ লিন্ডে ২৭ এবং ডেন পিয়েডট ২৩ রান করেন। ভারতের হয়ে মোহাম্মদ শামি মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। আর ২টি করে উইকেট পান শাহবাজ নাদিম এবং উমেশ যাদব। 


নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি এবং আজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৯৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। ২৫৫ বলে ২১২ রানের ইনিংস খেলেন দ্বিতীয়বারের মতো টেস্টে ওপেন করতে নামা রোহিত। ১৯২ বলে ১১৫ রানের দারুণ আরেকটি ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান রাহানে। 


ভারতের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনেও অবশ্য ভালো বল করেছেন জর্জ লিন্ডে এবং কাগিসো রাবাদা। ৩১ ওভারে ১৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন অভিষিক্ত স্পিনার লিন্ডে। ৮৫ রান খরচায় ৩ উইকেট নেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রাবাদা। আর একটি করে উইকেট পান এনরিক নর্টজে এবং ডেন পিয়েডট। 



promotional_ad

কোহলিদের রান পাহাড়ের জবাবে খেলতে নেমে যাদব, নাদিম, জাদেজা এবং শামির বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে ফলো অনের লজ্জায় পড়ে তারা। মাত্র ৪০ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার উমেশ যাদব। ২টি করে উইকেট শিকার করেন শামি, জাদেজা এবং নাদিম।


দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শুধু জুবায়ের হামজা। ২৪ বছর বয়সী এই ডানহাতি ৭৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন। এছাড়াও ৩৭ রান করেন লিন্ডে এবং টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩২ রান। 


ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যথারীতি বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ভারতীয় বোলারদের সম্মিলিত বোলিং আক্রমণে ১২১ রানে আট উইকেট হারিয়ে বসে তারা। এরপর থিউনিস ডি ব্রুইন এবং এনরিক নর্টজে মিলে তৃতীয় দিনের খেলা শেষ করেন। 


এর আগে প্রথম টেস্টে ভারতের কাছে ২০৩ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ১৩৭ রানের ব্যবধানে হারের মুখ দেখে ফাফ ডু প্লেসির দল। এবার শেষ টেস্টেও হারের বৃত্ত থেকে বের হতে ব্যর্থ হলো তারা। 


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারত প্রথম ইনিংসঃ  ১১৬.৩ ওভারে ৪৯৭/৯ (ডিক্লে) (রোহিত ২১২, রাহানে ১১৫; লিন্ডে ৪/১৩৩, রাবাদা ৩/৮৫) 



দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ৫৬.২ ওভারে ১৬২/১০ (হামজা ৬২, লিন্ডে ৩৭; যাদব ৩/৪০, শামি ২/২২) 


দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ (ফলো অন) ৪৮ ওভারে ১৩৩/১০ (ডি ব্রুইন ৩০, লিন্ডে ২৭; শামি ৩/১০, নাদিম ২/১৮) 


ফলাফলঃ ভারত ইনিংস এবং ২০২ রানে জয়ী


ম্যাচ সেরাঃ রোহিত শর্মা 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball