promotional_ad

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে কী বলছে বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়ন এবং ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় ১১ দফা দাবি উপস্থাপন করেছে ক্রিকেটাররা। ৬০ জনের বেশি ক্রিকেটারদের সিদ্ধান্তে উত্থাপিত এই দাবিগুলো সম্পর্কে দ্রুতই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


যদিও দাবিগুলো বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।



promotional_ad

ক্রিকেটাররা দাবি জানানোর পর নিজামউদ্দিন বলেন, 'আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি এসব ব্যাপারে। ক্রিকেটাররা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের বিষয়গুলো জেনে বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করব। পরবর্তীতে এই ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে।'


দাবি মেনে নেয়া না হওয়া পর্যন্ত ক্রিকেট বিষয়ক সমস্ত কার্যক্রম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এমনকি ঘরোয়া ক্রিকেটেও খেলবেন না কোনও ক্রিকেটার। দ্রুতই এই সমস্যাগুলো সমাধানের আশা দিয়েছেন নিজামউদ্দিন।


তিনি আরও বলেন, 'ক্রিকেটারদের দাবি দাওয়া তো থাকেই, আমাদের চেষ্টা থাকে সেটা ওদের দিয়ে দেওয়া। আজকে বিষয়টি যেহেতু আমাদের নজরে এসেছে, আমরা এটা নিয়ে বোর্ডে আলোচনা করব।



ব্যাপারটা আসলে মাত্র আমরা জানলাম। তারপরেও আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। বিষয়টি যত দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা আমরা দেখছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball