ধর্মঘটে অনিশ্চিত ভারত সফর-এনসিএল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এগারো দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর জন্য ক্রিকেটাররা এই আন্দোলনে নেমেছেন। এর ফলে হুমকির মুখে পড়ে গেছে বাংলাদেশের আসন্ন ভারত সফর এবং চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।


দেশের সব ক্রিকেটারদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, এই দাবি মেনে না নেয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা। এমনকি জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিচ্ছেন না ক্রিকেটাররা। এই আন্দোলনে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের জরিত করা হচ্ছে না।


promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যেহেতু অনূর্ধ্ব-১৯ দল আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, তাদের আমরা এখানে অন্তর্ভুক্ত করছি না। বাকি সবাইকে নিয়েই করছি। আমরা জানি সবাই আমাদের সাথে আছে। যতদিন আমাদের দাবি গুলো পূরণ না হচ্ছে ততদিন আমরা ক্রিকেটের সাথে জড়িত থাকছি না।'


এই অলরাউন্ডার যোগ করেছেন, 'বয়সভিত্তিক দল বাদে, মানে অনূর্ধ্ব ১৯,১৭,১৫ এরা সবাই বাদে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটার সবাই এটার সঙ্গে জড়িত। এটা আজকে থেকেই। এটা ঘরোয়া লিগ, প্রথম শ্রেণী থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত সবকিছুতেই।'
দাবি মানা হলে ক্রিকেটাররা আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন বলে জানিয়েছেন সাকিব। তাদের মূল লক্ষ্যই হচ্ছে দেশের ক্রিকেটের উন্নতি। ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য ভালো একটি পরিবেশ গড়তেই এই আন্দোলন করছেন শীর্ষস্থানীয় ক্রিকেটাররা।


সাকিবের ভাষ্যমতে, 'দাবিগুলো যখন মানা হবে সেটা আলোচনা সাপেক্ষেই হবে। দাবিগুলো মানা হলে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে অবশ্যই ফিরে যাব। আমরা সবাই চাই, ক্রিকেটের উন্নতি হোক। এখানে যারা আছে সবাই দুই,তিন, চার বছর ধরে খেলছে। কেউ ১০ বছর খেলছে। আগামী দিনে যারা খেলতে আসবে তাদের জন্য ভালো একটি পরিবেশ রেখে যেতে চাই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball