দল গঠনে যথেষ্ট সময় পাননি অনূর্ধ্ব-১৭ কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। কিন্তু আসন্ন সফরের আগে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি ক্রিকেটাররা। কোচের দায়িত্বে থাকা মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, দল গঠনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি।
পাকিস্তানের মাটিতে আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে এবং দুটি তিন দিনের ম্যাচ খেলার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। যদিও পাকিস্তানে যাওয়া নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

পাকিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি দলটি। তারপরও মাঠের লড়াইয়ে ভালো করতে যতোটা সম্ভব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের যুবারা।
দল গঠন নিয়ে অনূর্ধ্ব-১৭ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘অনুশীলনের মাধ্যমে দল গঠন করার জন্য যে সময়টা দরকার ছিল আমরা সেটা পাইনি। একদম নতুন একটা দল। আমরা মাত্র দুটি ক্যাম্প করার সুযোগ পেয়েছি। ২১ দিনের একটা ক্যাম্প ছিল যা স্কিল ক্যাম্প।’
‘এখন আমরা ১৫-১৬ দিনের যে ক্যাম্প করছি, সেখানে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের ঝালাই করে নিচ্ছি। একটা দল গঠন করার জন্য যতটুক সময় দরকার ছিল, সেটা আমরা পাইনি।’ যোগ করেন স্থানীয় এই কোচ।
অনুশীলনে যথেষ্ট সময় না পেলেও যুবাদের ভালো করার ব্যাপারে আশাবাদী মিজানুর রহমান। দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে যাদের ওপর আস্থা রাখছেন তিনি, ‘তারপরও আশাবাদী যে খারাপ করবে না। প্রতিভাবান কিছু প্লেয়ার আছে, যদি ক্লিক করে ভালো কিছু হবে।’
আগামী ২৫ অক্টোবর সিরিজটি মাঠে গড়ানোর কথা। তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ অক্টোবর দ্বিতীয় তিনদিনের ম্যাচ শুরু হবে। ৪, ৬ এবং ৮ নভেম্বর তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৭ দল।