promotional_ad

কাপালিদের বড় লক্ষ্য দিল মাহমুদউল্লাহরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেট বিভাগের বিপক্ষে ২০০ রানের লিড পেয়েছে মাহমুদউল্লাহদের দল ঢাকা মেট্রো। ছয় উইকেটে ২২৫ রান নিয়ে খেলা শুরু করা ঢাকা মেট্রো অলআউট হয়েছে ২৭৩ রানে। ফলে জয়ের জন্য ২০১ রান প্রয়োজন অলক কাপালির সিলেটের। 


এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচে সিলেট বিভাগের থেকে ১৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে আরাফাত সানির নেতৃত্বাধীন ঢাকা মেট্রো। 


৯৫ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আজ খেলতে নেমে চলতি জাতীয় লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। দলীয় ২৫০ রানের মাথায় আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্যাটসম্যান শহিদুল ইসলামকে (৪২) ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন সিলেটের পেসার আবু জায়েদ রাহি।



promotional_ad

এরপর ২৬৫ রানে মাহমুদউল্লাহকে (১১১) বোল্ড করে ফেরান তিনি। মাহমুদউল্লাহ আউট হওয়ার পর আর বেশিদূর যেতে পারেনি ঢাকা মেট্রো। শেষ পর্যন্ত অলআউট হয়েছে মাত্র ২৭৩ রানে। ৪৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার আবু জায়েদ রাহি। আর ২টি করে উইকেট পান ইমরান আলি এবং এনামুল হক জুনিয়র। 


নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৪৬ রানে অলআউট হয়েছিল ঢাকা মেট্রো। মাহমুদউল্লাহ এবং শহিদুল ইসলাম হাফ সেঞ্চুরি করেন। ৭৫ রানে ৪ উইকেট নেন সিলেটের রেজাউর রহমান।


চার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩১৯ রান সংগ্রহ করে সিলেট। জাকির হাসান ৭১, অধিনায়ক অলক কাপালি ৫৪, জাকের আলি ৭১ এবং তৌফিক খান ৬১ রান করেন। সিলেটের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর মূল কাজটি করেন পেসার আবু হায়দার রনি। ৫৫ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। ৪৮ রানে ৩ উইকেট নেন শহিদুল ইসলাম। 


সংক্ষিপ্ত স্কোরঃ-



ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ২৪৬/১০ (৮৩.৪ ওভার) (মাহমুদউল্লাহ ৬৩, শহিদুল ৫৪; রেজাউর ৪/৭৫)


সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ৩১৯/১০ (৮৪.৫ ওভার) (জাকের ৭১, জাকির ৭১*; আবু হায়দার ৫/৫৫)


ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ২৭৩/১০ (১১৯ ওভার) (মাহমুদউল্লাহ ১১১, শহিদুল ৪২; রাহি ৪/৪৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball