promotional_ad

ইংল্যান্ড শিবিরে জিতান প্যাটেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী মাসে পাঁচটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ডের বোলিং পরামর্শক হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের অফ স্পিনার জিতান প্যাটেল। ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ, ম্যাট পার্কিসন, ডেভিড মালানদের নিয়ে কাজ করবেন তিনি। 


৩৯ বছর বয়সী প্যাটেলকে নিয়োগ দেয়ার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় বেশ খুশি কিউইদের হয়ে ২৪ টেস্ট এবং ৪৩ ওয়ানডে খেলা প্যাটেল।



promotional_ad

তিনি বলেন, 'সুযোগ যখনই আসবে তখনই আপনাকে সেটা লুফে নিতে হবে, কারণ সবসময় এসব সুযোগ আসে না। ইংল্যান্ডের সঙ্গে কাজ করা অনেক বড় ব্যাপার এবং অনেক কৃতজ্ঞ এই সুযোগটি করে দেয়ার জন্য। এখন এটা আমার ব্যাপার যে আমি কিভাবে সবকিছু করবো।'


ইংল্যান্ডের দায়িত্ব পাওয়ায় নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না জিতান প্যাটেল। এই ব্যাপারে অবশ্য এরই মধ্যে ওয়েলিংটনের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি। 


তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন প্যাটেল। এই ব্যাপারে ৬৫ টেস্ট উইকেটের মালিক বলেন,  'সুযোগটি এসেছে এবং আমি ক্রিকেট ওয়েলিংটনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। তারা আমাকে এই কাজটি করতে দেয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।'



নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ২০১৭ সালে মাঠে নামেন প্যাটেল। বাংলাদেশের বিপক্ষে ডাবলিনে অনুষ্ঠিত সেই ওয়ানডেতে ৫৫ রানে দুই উইকেট শিকার করেন তিনি। টেস্টে ২৪ ম্যাচে ৬৫ উইকেট ছাড়াও ওয়ানডেতে ৪৩ ম্যাচে ৪৯ উইকেটের মালিক ডানহাতি এই অফ স্পিনার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball