দুর্ভাগ্য ইমরুলের, সোহানের ব্যাটে লিডের স্বপ্ন খুলনার

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগ থেকে ৩৪ রানে পিছিয়ে আছে খুলনা বিভাগ। রাজশাহী তাদের প্রথম ইনিংসে ২৬১ রানে অলআউট হয়েছে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ছয় উইকেটে ২২৭ রান করেছে খুলনা।
এ দিন অবশ্য শূন্য রানে ফিরেছেন খুলনার ওপেনার সৌম্য সরকার। শফিউল ইসলামের বলে জুনায়েদ সিদ্দিকীকে ক্যাচ দিয়ে ফেরেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।

সৌম্য ফেরার পর এনামুল হক বিজয়ের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন ইমরুল কায়েস। যদিও ইনিংস বড় করতে ব্যর্থ হন বিজয়। ব্যক্তিগত ৩৪ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
গত ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইমরুল এই ম্যাচেও হাফ সেঞ্চুরি তুলে নেন। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। তবে নব্বইয়ের ঘরে গিয়ে রানআউট হন ইমরুল।
তাঁর ৯৩ রানের ইনিংসে ছিল দশটি চারের মার। ইমরুল ফেরার পর দ্রুত ফিরে গিয়েছেন মোহাম্মদ মিঠুন (৪)। তাঁকে ফেরান সানজামুল। এরপর হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান।
৪৩ রানে ব্যাটিং করার সময় তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মেহেদী হাসান মিরাজও (৫) এ দিন ব্যর্থ হয়েছেন। খুলনার হয়ে ম্যাচের তৃতীয় দিন শুরু করবেন নুরুল হাসান সোহান (৩২*) ও আব্দুর রাজ্জাক (৬*)।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬১/১০ (৮৫.৩ ওভার)
(জুনায়েদ ৫১, ফরহাদ হোসেন ৪৫, ফরহাদ রেজা ৪১; মিরাজ ৪/৩৮)
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২২৩/৬ (৮৬.৪ ওভার)
(ইমরুল ৯৩, তুষার ৪৩; শফিউল ২/৫৩)