সরফরাজের অধিনায়কত্ব কেড়ে নিল পিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন সরফরাজ আহমেদ। তাঁর পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে আজহার আলীকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরে লাল বলের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।
এমনকি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয়েছে সরফরাজকে। পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। নেতৃত্ব থেকে বাদ দেয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজ থেকেও সরফরাজকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সরফরাজের অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। তাঁর নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে দলটি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পিসিবি।
দীর্ঘ পরিসরের ক্রিকেটেও পাকিস্তান নাজুক অবস্থানে রয়েছে। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে অবস্থান করছে দলটি। গত দুটি টেস্ট সিরিজে হেরেছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় সরফরাজের দল। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে দলটি।
মিসবাহ উল হকের বিদায়ের পর পাকিস্তানের দায়িত্ব দেয়া হয় সরফরাজকে। বর্তমানে মিসবাহ পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন।