promotional_ad

ধারাবিাহিকতায় চোখ নারীদের কোচের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে নারী ইমার্জিং এশিয়া কাপ। এই টুর্নামেন্টে অংশ নেয়ার আগে ধারাবাহিকতার প্রতি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ আঞ্জু জাইন। 


গত কয়েক বছর ধরে উন্নতির পথে রয়েছে নারী ক্রিকেট দল। ব্যাটিং, বোলিংয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন রুমানা, সালমা, জাহানারারা। এবার জাইনের লক্ষ্য সাফল্যের ধারাবাহিকতা আরও বাড়ানো।



promotional_ad

নারী দলের প্রধান কোচ বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের মেয়েরা ভালো করছে এবং তারা ম্যাচ ও টুর্নামেন্ট জেতা শুরু করেছে। আমাদের ধারাবাহিকতায় গুরুত্ব দিতে হবে। খেলোয়াড়রা ভালো করছে, তবে আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’


আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিশ্বকাপে যেন নিজেদের সর্বোচ্চটা দেয়া সম্ভব হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন সালমারা। প্রস্তুতি হিসেবে বয়সভিত্তিক টুর্নামেন্টেও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান আঞ্জু জাইন।


ভারতীয় এই নারী কোচ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন আমাদের সর্বোচ্চ প্রাধান্যের বিষয় এবং আমরা এটি নিয়ে কাজ করছি। আগামী দুই-তিন মাস আমরা এটি নিয়ে কাজ করব। আমরা বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু করব, যেন ২০২১ বিশ্বকাপের জন্যও প্রস্তুত হতে পারি।’ 



শ্রীলঙ্কাতে অনুষ্ঠেয় নারী ইমার্জিং এশিয়া কাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়ক হিসেবে থাকছেন শায়লা শারমিন। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন রাবিয়া হায়দার, ইশমা তানজিম ও রাবেয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball