promotional_ad

দ্বিতীয় রাউন্ডের দলে কে সুযোগ পেলেন, কে বাদ পড়লেন

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। প্রথম রাউন্ড শেষে বৃহস্পতিবার শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড। 


এই রাউন্ডের আগে বেশ কিছু পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী আটটি দলে। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


খুলনা বিভাগে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে জায়গা পেয়েছেন মইনুল ইসলাম সোহেল। ঢাকা বিভাগ থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, শাকিল খান এবং হৃদয় খান। ঢাকা মেট্রোতে পেসার আবু হায়দার রনির পরিবর্তে থাকছেন আজমির আহমেদ। যেখানে বাদ পড়েছেন মানিক খান। 


বরিশাল বিভাগ থেকে বাদ পড়েছেন সোহাগ গাজি এবং সালমান হোসেন। অপরদিকে দলে এসেছেন আবু সায়েম চৌধুরী। চট্টগ্রাম দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি এবং সুযোগ পেয়েছেন রনি চৌধুরী এবং সাজ্জাদুল হক রিপন। 


জাতীয় লিগের পরিবর্তিত স্কোয়াডঃ



promotional_ad

টায়ার-১


রাজশাহী বিভাগঃ জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, শাখীর হোসেন, সাকলাইন সজীব, মোহর শেখ অন্তর। 


খুলনা বিভাগঃ ইমরুল কায়েস, সৌম্য সরকার, মইনুল ইসলাম সোহেল, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানউজ্জামান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল আমিন হোসেন, হাসানউজ্জামান।


ঢাকা বিভাগঃ নাদিফ চৌধুরী, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, শাহাদাত হোসেন, শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, শফিকুল হায়াত, জুবায়ের হোসেন লিখন।


রংপুর বিভাগঃ মেহেদী মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবীর হায়দার খান, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিষ রায়, সঞ্জিত শাহা, রবিউল হক, মাইশুকুর রহমান, হামিদুল ইসলাম হিমেল।


টায়ার-২ 



ঢাকা মেট্রোঃ সাদমান ইসলাম অনিক, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, আল আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আজমির আহমেদ, মেহরাব হোসেন যোশি, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল ইসলাম বিপ্লব।


সিলেট বিভাগঃ ইমতিয়াজ হোসেন তান্না, জাকির হাসান, জাকির আলী, অলক কাপালি, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ রাহি, ইমরান আলী, এবাদত হোসেন, তৌফিক তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম ও রেয়াজুর রহমান রাজা।


বরিশাল বিভাগঃ কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, আবু সায়েম চৌধুরী, ফজলে রাব্বি, মনির হোসেন, সালমান হোসেন, নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (বিপ টেস্ট), মঈন খান ও রাফসান মাহমুদ।


চট্টগ্রাম বিভাগঃ তামিম ইকবাল, মুমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান, নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, রনি চৌধুরী, সাজ্জাদুল হক রিপন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball