promotional_ad

ভারতের পরীক্ষা নেবে আমাদের বোলাররাঃ নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের বোলাররা ভারতের শক্তিশালি ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে সক্ষম হবে বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। বোলারদের প্রতি এই আস্থা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের। 


দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশের বোলারদের ভালো করার সম্ভাবনা নিয়ে মিনহাজুল আবেদীন বলেন,  ‘আমাদের এখনই ২০ উইকেট নেয়ার ক্ষমতা আছে, সেটা বলব না। তবে আমাদের বোলাররা অনেক অভিজ্ঞ এবং স্কিল আছে। অনেকগুলো বোলারের যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে অবশ্যই ভারত চাপে থাকবে।’    



promotional_ad

টেস্টের প্রতিটি দিন ভালো খেলতে পারলে ভারতের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয় বলেও বিশ্বাস করেন প্রধান নির্বাচক। এ কারণে প্রতিটি সেশন এবং ঘণ্টাকে সমান গুরুত্ব দিতে বলছেন তিনি। 


বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এটা অনেক কঠিন আগের থেকে বলা যে আপনি জিততে যাবেন না হারতে যাবেন কিংবা ড্র করতে যাবেন। কারণ এখানে প্রতিটি ঘণ্টা এবং প্রতিটি সেশনে কিন্তু খেলা পরিবর্তন হয়। যখন একটি দল সফরে যায়, একটা লক্ষ্য থাকে ভালো ক্রিকেট খেলার। পাঁচদিন যেন আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন এই মানসিকতা নিয়ে আপনাকে যেতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’


আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এরপর বিরাট কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে সাকিব আল হাসানের দল। প্রথম টেস্ট ১৪ নভেম্বর এবং দ্বিতীয়টি ২২ নভেম্বর শুরু হবে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball