promotional_ad

জাতীয় লিগের আরেক রাউন্ড দেখে দল ঘোষণা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা নির্বাচন নিয়ে ইতোমধ্যে ভাবতে শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।


খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স এবং টেস্টে সক্ষমতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এক্ষেত্রে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসরটি খেলোয়াড়দের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণ করার জন্য। 



promotional_ad

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ভারত সফরের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করবেন তারা। দল নির্বাচনের ক্ষেত্রে জাতীয় লিগের পারফরম্যান্স অনেক বড় ভূমিকা রাখবে বলেও ইঙ্গিত দেন তিনি। নান্নু বলেন, ‘ভারত সফরের জন্য আমরা এনসিএলের আরেকটি রাউন্ড দেখব, এরপরে দল ঘোষণা করা হবে।’ 


ভারতের বিপক্ষে ভালো করতে হলে খেলোয়াড়দের স্কিল ফিটনেসের প্রতি গুরুত্ব দিতে হবে বলে মনে করেন নান্নু। টেস্টের এক দিনে ২৫ ওভার বোলিং করার মতো সক্ষমতা তৈরি করার জন্য বোলারদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 


নান্নুর ভাষায়, ‘স্কিল ফিটনেসের উপরে কোনো ফিটনেস নাই। একটা খেলোয়াড়ের ফিটনেস কিন্তু তখনই বিচার করা হয়, যখন ওদের স্কিল ফিটনেসটা আপ টু দা মার্ক হয়। যেমন একজন বোলারের কথা যদি আপনি বলেন তার যদি এক দিনে ২৫ ওভার বল করার ক্ষমতা থাকে, তাহলে পরের ম্যাচে গিয়ে আরও বেশি বল করার সক্ষমতা পাবে।’



জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। দুই রাউন্ডে ভালো করা খেলোয়াড়দের প্রতি নজর রাখছেন নির্বাচকরা। তাই টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য জাতীয় লিগে বাড়তি মনোযোগ দিতে হচ্ছে ইমরুল, সৌম্যদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball