সাইফের বোলিং চমকে দিয়েছে নির্বাচকদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সদ্য সমাপ্ত সিরিজে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল ছিলেন সাইফ হাসান। বাংলাদেশের উদীয়মান এই ক্রিকেটারের কাছ থেকে ভালো ব্যাটিং প্রত্যাশা করলেও কখনও ভালো বোলিংয়ের আশা করেনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। কিন্তু শ্রীলঙ্কায় বল হাতে নির্বাচকদের চমকে দিয়েছেন ২০ বছর বয়সী সাইফ।
সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ৬ ওভারে ২৫ রান খরচায় দুই উইকেট নেন সাইফ। সেই ম্যাচে সেঞ্চুরিও করেন তিনি। এই ম্যাচটিতে বৃষ্টি হানা দেয়ায় ২৪.৪ ওভার বোলিং করতে হয় বাংলাদেশকে। এর মধ্যে সাইফই করেছেন ৬ ওভার।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৩৯ রান খরচায় এক উইকেট সাইফ। শেষ দুই ম্যাচেই মূল বোলারদের পাশাপাশি বোলিং কোটা পূরণ করেন ডানহাতি এই স্পিনার। এ ছাড়া ব্যাট হাতে পুরো সিরিজে ছন্দে ছিলেন সাইফ। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৪ রান।
সাইফের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সাইফ হাসান কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। ওর বোলিং নিয়ে আমরা এত চিন্তা করিনি কখনও। সে অসাধারণ বোলিংও করেছে। ভালো জায়গায় বোলিং করেছে।’
ঘরোয়া ক্রিকেটে অবশ্য মাঝেমধ্যেই বোলিং করে থাকেন সাইফ। ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচের মধ্যে ১৭টিতে বোলিং করে চার উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া ৬২টি লিস্ট ‘এ’ ম্যাচের মধ্যে ১৫টিতে বোলিং করে ১৩টি উইকেট নিয়েছেন সাইফ।