promotional_ad

বিসিসিআই এখন ভাবমূর্তি সঙ্কটেঃ গাঙ্গুলি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হছে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে তিনি নির্বাচিত হয়ে গেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। সোমবার আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক।


এরপর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গাঙ্গুলি বলেছেন, বিসিসিআই এখন চরম ভাবমূর্তি সঙ্কটে আছে। এমন পরিস্থিতিতে বোর্ডের দায়িত্ব নিয়েও ভালো কিছু করার প্রত্যাশা করছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেছেন, ‘এমন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি যখন নাকি বিসিসিআই খুব ভালো অবস্থায় নেই। এর ভাবমূর্তি সম্প্রতি কিছুটা হুমকির মুখে। আমার মনে হয় ভালো কিছু করতে পারার এটাই সুবর্ণ সুযোগ।’


বিসিসিআইয়ের অভ্যন্তরীণ দুর্নীতির কারণে অস্থায়ী প্রশাসন বোর্ডের নিয়ন্ত্রণ করেছে এতদিন। এমন কঠিন সময়ে দায়িত্ব নিয়েও খুব একটা দুশ্চিন্তা করছেন না গাঙ্গুলি। সবাইকে আনুষ্ঠিক ঘোষণার অপেক্ষা করতে বলেছেন তিনি।


২৩ অক্টোবর বোর্ডের দায়িত্ব নেয়ার পর আগামী ১০ মাস এই দায়িত্বে থাকবেন বাংলার যুবরাজ। দায়িত্ব পেয়েই ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।



গাঙ্গুলির ভষ্যমতে, ‘আমি শুরুতে সবার সঙ্গে কথা বলবো, তবে আমি প্রথম শ্রেণির ক্রিকেটারদের দেখভালে যা যা করার দরকার করবো। তিন বছর ধরে প্রশাসকদের এই অনুরোধটাই জানিয়েছিলাম। তারা সেটা শোনেনি। তাই প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক বিষয়টা আমি দেখার চেষ্টা করবো।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball