নিজের ভুলে ইনজুরি, অনুতপ্ত মার্শ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেয়ালে ঘুসি মেরে ইনজুরিতে পড়ায় বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে। এই ঘটনার পর অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এই ঘটনা থেকে শিক্ষা উপযুক্ত শিক্ষা নিতে চান তিনি। পাশাপাশি অন্য খেলোয়াড়দেরও এই ধরণের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান মার্শ।অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ৫৩ রানে শেষ দিন শুরু করেন মার্শ।

তাসমানিয়ার পেসার জ্যাকসন বার্ডের প্রথম ওভারেই ৫৩ রান করে আউট হয়ে যান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এরপর সাজঘরে ফিরে নিজের ক্ষোভ ঝারতে গিয়ে দেয়ালে সজোরে ঘুষি মারেন মার্শ। এতে ডানহাতে মারাত্মক চোট পান তিনি।
নিজের ভুল বুঝতে পারা মার্শ বলেন, 'কখনো আপনি হেরে যাবেন, আবার কখনো আপনি আউটও হবেন, কিন্তু তাই বলে আপনি দেয়ালে ঘুসি মারতে পারেন না। আমার জন্য এটা ভালো একটি শিক্ষা, আশা করি বাকিদের জন্যও এটা শিক্ষণীয় ব্যাপার।'
এই ধরণের কাজ দ্বিতীয়বার আর করবেন না বলে জানান দেশের হয়ে ৩২টি টেস্ট এবং ৫৩টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার। মার্শের ভাষায়, 'দেয়ালে ঘুসি মারা আমার জন্য স্বভাববিরুদ্ধ কাজ ছিল। আমি বেশ সহজ মানুষ। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমি আসলেই অনেক দুঃখিত এবং এই ধরণের উদাহরণ আমি দেখাতে চাইনি।'
এর আগে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে ডাক পান মিচেল মার্শ। সেই ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন তিনি। কিন্তু ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ১৭ এবং দ্বিতীয় ইনিংসে ২৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।