অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২১ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। সোমবার দুবাইয়ের সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ এর পর থেকে প্রতি দুই বছর পর পর এমন আসর আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এছাড়া নারী ক্রিকেটের প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। আইসিসির ইভেন্টে মেয়েদের ম্যাচগুলোতে প্রাইজমানি ২.৬ মিলিয়ন ডলার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নেবে এক মিলিয়ন ডলার এবং রানার আপ দল নেবে পাঁচ লাখ ডলার, যা ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাঁচ গুণ।
শুধু চ্যাম্পিয়ন বা রানার আপ দল নয়, বিশ্বকাপে অংশ নেয়া দশটি দেশই পাবে মোটা অঙ্কের অর্থ। সবমিলিয়ে নারী ক্রিকেটে গতবারের (২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ) তুলনায় ৩২০ ভাগ বেশি প্রাইজমানি রাখছে আইসিসি।
এ ছাড়া ২০২১ সালের নারী বিশ্বকাপেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে যাচ্ছে আইসিসি। ২০১৭ সালের নারী বিশ্বকাপে আইসিসি ব্যয় করে দুই মিলিয়ন ডলার। ২০২১ সালের নারী বিশ্বকাপে খরচ করবে সাড়ে তিন মিলিয়ন ডলার।