বিগ ব্যাশ দেখে ফাইনালের নিয়ম বদলে দিল আইসিসি
ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচে সুপার ওভারের টাই নিয়ে অনেক মাতামাতি হয়েছে। সুপার ওভার টাই হলে সর্বোচ্চ বাউন্ডারি বিবেচনায় ইংল্যান্ডের জয়ী হওয়ার ঘটনায় অনেক সমালোচনা করেছেন ক্রিকেট বোদ্ধারা। অবশেষে এই নিয়মের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের নিয়ম অনুসরণ করেছে আইসিসি।
বিশ্বকাপের পর ফাইনালের নিয়ম নিয়ে সমালোচনা করেছিল বিগব্যাশ আয়োজকরাও (ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি বিভাগ)। এরপর নিজেদের নিয়মে পরিবর্তন আনে তারা। সেই নিয়ম মনে ধরেছে আইসিসির।

এখন থেকে বিগব্যাশের নক আউট পর্বের ম্যাচগুলোর মতো বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে প্রথম সুপার ওভারে টাই হলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সুপার ওভার। এরপর দ্বিতীয় সুপার ওভারেও মীমাংসিত না হলে হবে তৃতীয় সুপার হবে। এভাবে মীমাংসিত হওয়া না পর্যন্ত চলবে সুপার ওভারের লড়াই।
এর আগে একটি সুপার ওভারে ফলাফল মীমাংসা না হলে সর্বোচ্চ সংখ্যক বাউন্ডারি বিবেচনায় জয়ী দল ঘোষণা করা হত বিশ্বকাপ এবং বিগব্যাশের নক আউট পর্বের ম্যাচগুলোতে।
সোমবার দুবাইতে অনুষ্ঠিত হওয়া সভায় আরেকটি সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুই দল সমান রান করলে থাকছে সুপার ওভার!
এতদিন বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দল সমান রান করলে ফলাফল টাই হিসেবে বিবেচনা করা হতো। এখন থেকে সেখানেও থাকছে সুপার ওভার। তবে গ্রুপ পর্বের ক্ষেত্রে একাধিক সুপার ওভার থাকবে না।
একটি করেই সুপার ওভার হবে এবং সেখানেও দুই দল সমান রান করলে ম্যাচ টাই হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি- উভয় ফরম্যাটেই এই নিয়ম বহাল থাকবে।