২০২০ বিপিএলে ফিরবে পুরনো ফ্র্যাঞ্চাইজি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নিজস্ব অর্থায়নে আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো এবার আর থাকছে না। নতুন দলগুলো পরিচালনা করবে বিসিবি এবং স্পন্সররা। তবে ২০২০ বিপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজিরা ফিরবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


আগামী বছরের বিপিএলে যেহেতু পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ফিরবে, তাই চলতি বছর অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিপিএলের দরপত্র আহ্বান করার সময় বিসিবি উল্লেখ করে দিয়েছিল শুধু এক বছরের জন্যই প্রতিটি দলের স্পন্সর চায় তারা। এ শর্ত মেনেই নতুন স্পন্সররা আগামী এক বছরের জন্য দলগুলো তত্ত্বাবধানের দায়িত্ব পাচ্ছে।


promotional_ad

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তারা সবাই জানে এটা স্পেশাল এডিশন হচ্ছে। আগামী বছর থেকে তারা আবারও ফেরত আসবে। এটা সবাই জানে। কেবলমাত্র আমরা দরপত্র দিয়েছি। বলা হয়েছে এটা শুধুমাত্র এক বছরের জন্য। যারা নতুন আসছেন, তারা এক বছরের জন্যই স্পন্সর পার্টনার হচ্ছেন। আশা করি ফ্র্যাঞ্চাইজি যারা ছিলেন, তারা আবার রিটেইন করবেন।’


স্পন্সর হিসেবে অংশগ্রহণের জন্য পুরনো ফ্র্যাঞ্চাইজিদের অনুমতি দিয়েছিল বিসিবি। তবে তারা কেউ আগ্রহ দেখায়নি। ফলে নতুন করে স্পন্সর খুঁজতে হচ্ছে বিসিবিকে। ই???োমধ্যে স্পন্সর চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।


বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান দলগুলোর সহযোগী হতে আগ্রহ দেখিয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বাকি তিনটি দলের স্পন্সরও দ্রুত পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball