পাকিস্তান সফর নিয়ে চাপ নেই বিসিবির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দল এবং পুরুষ অনূর্ধ্ব-১৭ দল। ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশ দলেরও। যে সফরের নিরাপত্তা ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি পাকিস্তানে ঝামেলাহীন একটি সফর শেষ করেছে শ্রীলঙ্কা। একইভাবে বাংলাদেশ নারী দল এবং অনূর্ধ্ব-১৭ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিরাপদে সিরিজ শেষ করতে পারলে বাংলাদেশ জাতীয় দলকে সফরে যেতে চাপ দেওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
যদিও বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, পাকিস্তান থেকে কোনো ধরনের চাপ দেয়া হচ্ছে না। জাতীয় দলের সফরের বিষয়টি পুরোপুরিভাবে বিসিবির ওপর নির্ভর করছে।

সোমবার পাকিস্তান সফর ইস্যুতে জালাল ইউনুস বলেন, ‘সামনে পাকিস্তানে আমাদের তিনটা সফর আছে, যেটা প্রস্তাবিত সফর। একটা মেয়েদের, একটা অনূর্ধ্ব-১৭ দলের এবং আরেকটা হচ্ছে আমাদের জাতীয় দল। তবে আমাদের ওপর কোনো চাপ নেই। সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের। যাব কি যাব না, এটা সম্পূর্ণ আমাদের ওপর।’
‘যেহেতু শ্রীলঙ্কা ওখানে গিয়েছে, এটা পাকিস্তানকে এগিয়ে রেখেছে। সেখানে শ্রীলঙ্কা নিরাপদে একটা সফর শেষ করেছে। তবু আমাদের ওপর কোনো চাপ নেই। এটা সম্পূর্ণ আমাদের বোর্ড এবং সরকারের ওপর।’ যোগ করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।
বিসিবি পাকিস্তান সফরের জন্য সায় দিলেও সরকারের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে। যে কারণে দুই-এক দিনের মধ্যে চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে পাঠাবে বাংলাদেশ সরকার।
এ প্রসঙ্গে জালাল ইউনুসের ভাষ্য, ‘সরকার থেকে শিগগিরই চার সদস্যের একটি নিরাপত্তা পর্যবেক্ষক কমিটি পাঠানো হবে। সেটা নির্ভর করছে সরকার থেকে সবুজ সংকেতের ওপর। বোর্ডের পক্ষ থেকে যেতে পারে একজন।’
বাংলাদেশ নারী দলের ভারতীয় কোচরা পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় দলের কোচরা যদি এমন সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে।
কোচদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে জালাল ইউনুস বলেন, ‘এখনও সেই পর্যায়ে আসেনি। যেহেতু জানুয়ারিতে সফর আছে, আলাপ-আলোচনা করার সময় আছে। সব কিছু নির্ভর করছে নিরাপত্তা পর্যবেক্ষক কমিটির রিপোর্টের ওপর।’
পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।